নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেনও কিছুটা কমেছে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ০৪ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৬টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২৫০টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৬৪টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ২১৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৫১টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১৩৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
একইভাবে ‘বি’ ক্যাটাগরির ৮৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ৫৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিন শেষে অপরিবর্তিত ছিল ১৩টি ফান্ড ও কোম্পানির দর। ‘জেড’ ক্যাটাগরির ৯৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৫৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২৪টি ফান্ড ও কোম্পানির দর।
একইসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশির ভাগ ফান্ডের ইউনিটের দর কমেছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র দুটি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে ১৯টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৫টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ২৭ কোটি ৯১ লাখ ১২ হাজার ৮৪টি শেয়ার ও ইউনিট এক লাখ ৮৮ হাজার ২১৫ বার হাতবদল হয়েছে। এরই জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৭১৭ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৩৯ লাখ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বিরাজ করছে। অন্যদিকে বেশিরভাগ শেয়ারের দর কমে যাওয়ায় পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা দেখা গেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই দরপতন বিনিয়োগকারীদের জন্য একটি সতর্ক বার্তা। বর্তমান পরিস্থিতিতে যেকোনো বিনিয়োগ সিদ্ধান্তের আগে ভালোভাবে বাজার বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। আগামী কার্যদিবসে বাজারের গতিবিধি কী হয়, তা জানতে অপেক্ষাও করতে বলছেন তারা।

Discussion about this post