শেয়ার বিজ ডেস্ক : সারাদেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর প্রভাব পড়েছে কৃষিকাজ ও জনজীবনে। খুলনার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নের ২২৬টি গ্রামের বহু বাড়িঘর, রাস্তা, পুকুর ও চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ—জলাবদ্ধতার কারণে আমন মৌসুমের জন্য বীজতলা তৈরি করতে পারছেন না তারা। ফলে ধান চাষ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১৬ জুলাই) বিজিবির ৪ নম্বর ব্যাটালিয়নের আয়োজনে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১ হাজার ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
বৃষ্টির মধ্যে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান আব্দুল হান্নান জাফর (২৫) নামে এক কলেজছাত্র। তিনি আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের আরও অঞ্চলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
আরআর/

Discussion about this post