নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রুগ্ন প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে পুনরুজ্জীবিত করার আলিফ ইন্ডাস্ট্রিজের পরিকল্পনা আবারও ধাক্কা খেল। কোম্পানিটির পরিচালকদের কাছে শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা তহবিল সংগ্রহের আবেদনটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবারও প্রত্যাখ্যান করেছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা এক নথিতে আলিফ ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কমিশন তাদের মূলধন সংগ্রহের জন্য জমা দেওয়া পুনর্বিবেচনার আবেদনটি বাতিল করেছে।
গত বছরের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নতুন কমিশন আলিফ ইন্ডাস্ট্রিজের তহবিল সংগ্রহের পূর্বের অনুমোদন বাতিল করেছিল।
এর আগে পূর্ববর্তী বিএসইসি এই তহবিল সংগ্রহের উদ্যোগের অনুমোদন দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ তহবিলসংগ্রহে ব্যর্থ হওয়ায় নতুন কমিশন সেটি বাতিল করে দেয়।
অনুমোদন বাতিলের পর গত বছরের অক্টোবরে কোম্পানিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে একটি পুনর্বিবেচনার আবেদন জমা দিয়েছিল, যা এবার আনুষ্ঠানিকভাবে পুনরায় প্রত্যাখ্যান করা হলো।
জানা গেছে, আলিফ ইন্ডাস্ট্রিজ প্রাথমিকভাবে রূপান্তরযোগ্য বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা এবং বিদ্যমান পরিচালকদের কাছে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিল। এই তহবিলগুলি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ছিল, যেটি ঋণ কেলেঙ্কারির পর এর মালিকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
পূর্ববর্তী কমিশনের অনুমোদন অনুযায়ী, আলিফকে বিদ্যমান পরিচালকদের কাছে প্রতি শেয়ার ২২ টাকা (প্রতি শেয়ারে ১২ টাকা প্রিমিয়াম সহ) মূল্যে ৯,০৯,০৯,০৯১টি সাধারণ শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল।
এই অনুমোদনের পর কোম্পানিটি সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু উভয় মূলধন সংগ্রহের পদ্ধতি প্রত্যাখ্যানের পর কোম্পানিটি সিঅ্যান্ডএ টেক্সটাইলসের সাথে প্রস্তাবিত একীভূতকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, আলিফ গ্রুপ ২০২১ সালে সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণ করেছিল, যখন এটি বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। বিএসইসি এই অধিগ্রহণের অনুমোদন দিয়েছিল এই শর্তে যে, সিঅ্যান্ডএ টেক্সটাইলস উৎপাদন পুনরায় শুরু করবে। ২০২২ সালের আগস্টে একটি পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল। সিঅ্যান্ডএ টেক্সটাইলস ২০০১ সালে অন্তর্ভুক্ত হয় এবং ২০০৩ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
আলিফ ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ শতাং রাজস্ব বৃদ্ধি অর্জন করেছে, যা ৮০ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে (জুলাই থেকে মার্চ), এর নিট মুনাফা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ কোটি টাকা হয়েছে, যার শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৬ পয়সা।
কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২৩ সালে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি।