Print Date & Time : 16 July 2025 Wednesday 7:13 pm

আশুলিয়ায় দলিল লেখকদের কর্মবিরতিতে ভোগান্তি

প্রতিনিধি, সাভার (ঢাকা) : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় প্রায় এক মাস ধরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকেরা কর্মবিরতি পালন করছেন। দলিল লেখকদের এ কর্মবিরতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পরেছেন জমির নিবন্ধন করতে আসা দাতা-গ্রহীতারা। আন্দোলনকারীদের বাধায় ফিরে যাচ্ছেন অনেকে।

ঢাকার সাভার সেন্ট্রাল মডেল কলেজের নামে ১০ শতাংশ জমি দান করবেন হোসেন আলী নামের এক ব্যক্তি। সেই জমির নিবন্ধনসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে সপ্তাহখানেক আগে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে যান কলেজের শিক্ষক আলতাব হোসেন। তবে দলিল লেখকেরা কার্যক্রম বন্ধ বলে জানান। পরে সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করলে তিনি যেকোনো জায়গা থেকে দলিল লিখে আনতে বলেন। সাভার থেকে দলিল লিখে গত বৃহস্পতিবার পুনরায় সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, ‘কয়েকজন দলিল লেখকের কারণে অযথাই আমাদের হয়রানি হতে হয়েছে। সাভার থেকে দলিল লিখে নিয়ে যেতে হয়েছে।’

ভুক্তভোগী ও সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মবিরতি পালনকারীদের অনেকে তাদের পরিচিতরে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম একেবারেই বন্ধ বলে জানিয়ে দিচ্ছেন। জমির নিবন্ধন করতে আসা দাতা-গ্রহীতারে কার্যক্রম বন্ধ বলে ফিরিয়ে দিচ্ছেন। তবে অনেকে আন্দোলনকারীরে সহযোগিতা ছাড়া নিজ উদ্যোগে দলিল নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করছেন। জমির নিবন্ধন সম্পন্ন করায় মারধরের শিকার হতে হয়েছে একজনকে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেখিয়েছেন ভুক্তভোগী।

কর্মবিরতি পালনকারীদের দাবি, আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুঁইয়ার স্বেচ্ছাচারিতা, তুচ্ছ তাচ্ছিল্য ও অসম্মান করে কথা বলা এবং ুর্নীতির প্রতিবা এবং পদত্যাগের দাবিতে তারা এ কর্মবিরতি পালন করছেন। অভিযোগ উঠেছে এই ‘ভুয়া’ খাজনা দিয়ে দলিল রেজিস্ট্রেশন করার চেষ্টা করা হয়েছিল। তবে সেটি আটকে দেখিয়েছেন সাব-রেজিস্ট্রার।

আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার প্রচণ্ড রকমের স্বেচ্ছাচারী, দুর্নীতিগ্রস্তআমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অসম্মান করে কথা বলেএসব কারণে চলতি বছরের ১৭ জুন থেকে আন্দোলন করছিজেলা রেজিস্ট্রারসহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেয়া হয়েছে।’

সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুঁইয়া বলেন, ‘আন্দোলনকারীরা অভিযোগ করছেন; আমি তাদের অনুরোধ করব একটা প্রমাণ অন্তত তারা যেন দেখায়। অনেকে তাদের ভুল বুঝতে পেরে আন্দোলন থেকে সরে এসেছেন। লিল নিবন্ধন করাচ্ছেন। গুটি কয়েকজনের অযৌক্তিক, অন্যায় স্বার্থের জন্য সবাই ভোগান্তি পোহা”েছ। সরকারি নিয়মের বাইরে গিয়ে, ‘ভুয়া’ খাজনার রশি দিয়ে এই অফিসে কাজ করার কোনো সুযোগ নেই। নিয়মের মধ্যেই সবাইকে চলতে হবে।’