Print Date & Time : 18 July 2025 Friday 2:47 am

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সকালে আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান গতকাল বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার সোহরাফ হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিল উদ্দিনের ছেলে।

তিনি আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহরাফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার সোহরাফকে আদালতে পাঠানো হয়েছে।