সচিবালয়ে পাল্টাপাল্টি ধাওয়া
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৮৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৮৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা হলেন– হাসান, সেরাতুল, সাকিব, তানভীর, রিফাত, রিজন, সামিয়া, সামির, তামিম, অজানা, ইমন, অজানা, সিয়াম, সাকিল, মেহেদী, সাদমান, মারুফ, সাকিব, মাহিন, রোহান , হাসিব, মুগ্ধ, মাহিম , হাসিব, সায়েম, অজানা , জিদান , নিহার , রায়হান , রোমান, প্রান্ত, নাহিদ , অন্তু , বিশাল , ইমরান , আহনাদ, মাহি , নাঈম, সামি, স্বাধীন , তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত , তানিম , আজহারুল , তš§য়, জিসান, রাসেকুন , পারভেজ , নাঈম, বিজয়, আসাদ , নিহার , নাফিজ, সাহিন , কিশোর, তানভীর, ফারদিন, শাহরিয়ার , অজানা, সাঞ্জু, রাইয়ান, কলি, আব্দুল খালেক, হাসিব, সিনান, তাসফি, মামুন, রিফাত, আসাদ, মাহিন , আতিক, তানভীর, হাবিব হাসান (সাংবাদিক মানবজমিন) (২৪), কনা, ইমন, ফাহাদ, ইয়াসিন আরাফাত শান্ত, অজানা, শাকিল, সমিট কে ভর্তি রাখা হয়েছে। আর তিন জনের নাম জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘সচিবালয় থেকে আজ বিকালের দিকে আহত অবস্থায় ৮৫ জন শির্ক্ষাীসহ ও একজন সাংবাদিক আহত অবস্থায় জরুরি বিভাগে আসার পর তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি শাহবাগ থানা অবগত আছে।’
এর আগে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শির্ক্ষাীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

Discussion about this post