শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত দুইটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ড দুইটির ট্রাস্টি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
আজ সোমবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল রবিবার (১৭ আগস্ট) ফান্ড দুইটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ১ দশমিক ১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান ছিল ১ দশমিক ৫৭ টাকা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ৭ দশমিক ৬৬ টাকা। ফান্ডটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১০ সেপ্টেম্বর।
সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড: আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০ দশমিক ৭১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান ছিল ১ দশমিক ৫৭ টাকা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ৭ দশমিক ৯৫ টাকা। ফান্ডটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১০ সেপ্টেম্বর।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন মিউচুয়াল ফান্ড দুইটির ইউনিট লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

Discussion about this post