Print Date & Time : 4 July 2025 Friday 12:27 pm

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

 

শেয়ার বিজ ডেস্ক: ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরান যদি শান্তির পথ অনুসরণ করে, তাহলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়ার সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা দেখায় এবং কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব।’

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরানে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ইরানে যদি যুক্তরাষ্ট্র নতুন করে হামলা করে, তাহলে আমরাও মার্কিন ঘাঁটিতে হামলা করব।’ খামের এমন বক্তব্যের পরই ট্রাম্পের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেন।

ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ইরানের দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হামলার আগে কিছুই জানায়নি। ফলে তাদের জন্য ইউরেনিয়াম সরিয়ে নেওয়া কঠিন ছিল। তারা আসলে কিছুই সরাতে পারেনি। এবং তারা ভাবতেও পারেনি আমাদের পক্ষে কী করা সম্ভব।’

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান ‘ক্লান্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প এবং ভবিষ্যদ্বাণী করেন, ‘ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

ট্রাম্প আরও বলেন, কিছু দেশ ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি।