শেয়ার বিজ ডেস্ক : পারমাণবিক কর্মসূচির বিষয়ে পুনরায় আলোচনা শুরু না হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখার ঘোষণা দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জাার্মানি। এর আগে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনায় বসার জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময় দেয় ওই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর-বিবিসি।
এতে বলা হয়েছে, ই-থ্রি নামে পরিচিত ওই তিন দেশের পক্ষ থেকে বলা হয়, ইরান যদি পুনরায় আলোচনায় না বসে তাহলে তারা দেশটির ওপর আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। আরও বলা হয়েছে, আলোচনায় বসার জন্য আগস্টের শেষ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ইরান অবশ্য এর কোনো উত্তর দেয়নি।
গত মাসে ইরান জানিয়েছে, তারা পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত। তবে এর আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। গত মাসে ই-থ্রি ও ইরানের কূটনীতিকদের মধ্যে ইস্তাম্বুুলে আলোচনার পর ওই কথা জানায় দেশটি। জাতিসংঘের মহাসচিবকে দেয়া এক চিঠিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট, ব্রিটেনের ডেভিড ল্যামি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয় তাহলে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মঙ্গলবার ই-থ্রি জানিয়েছে, আলোচনার সময় বাড়ানোর বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। আমরা স্পষ্ট করে বলেছি, ইরান যদি ২০২৫ সালের আগস্টের শেষ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানে না পৌঁছায় তাহলে আমরা তাদের ওপর আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করব।
আরও বলা হয়েছে, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এজন্য আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাইয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা সম্পূর্ণ অবৈধ হবে। ২০১৫ সালে ই-থ্রি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ইরান। ফলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হওয়ার পর ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Discussion about this post