Print Date & Time : 27 July 2025 Sunday 10:02 am

ইসরাইলবিরোধী পক্ষপাতের অভিযোগ নাকচ

শেয়ার বিজ ডেস্ক : ট্রাম্প প্রশাসন আবারও জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের ঘোষণা করা এ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর থেকে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের র্আয়ন ও অংশগ্রহণ বন্ধ হবে। এর আগে বাইডেন প্রশাসন ২০২৩ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া পাঁচ বছরের বিরতির পর যুক্তরাষ্ট্রকে ইউনেস্কোতে পুনরায় যুক্ত করেছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, ২০১৮ সালের মতো এবারও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে ইউনেস্কোতে থাকা প্রয়োজন নয় বলে মনে করছে তারা। সংস্থাটি ‘ইসরাইলবিরোধী বক্তব্য’ প্রচারে সহায়তা করছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে ফ্রান্স জানিয়েছে, ইউনেস্কোর প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের সঙ্গে তারা একমত নয় এবং সংস্থার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।খবর-অ্যাসোসিয়েট প্রেস।

যুক্তরাষ্ট্র ইউনেস্কোর বিরুদ্ধে ইসরাইলবিরোধী পক্ষপাতের অভিযোগ তুলে সংস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউনেস্কো সহনশীলতা, শিক্ষা এবং সংস্কৃতি প্রসারের মাধ্যমে সংঘাত প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ফ্রান্স ইউনেস্কোর পাশে রয়েছে, যা শিক্ষা, বিপন্ন ঐতিহ্য রক্ষা, সমুদ্র সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং ইহুদিবিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ এদিকে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে বলেন, সংস্থাটি ইসরাইলবিরোধী নয়, বরং হলোকাস্ট শিক্ষা এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ‘দুঃখজনক’ হলেও সংস্থা এর জন্য প্রস্তুত এবং কম সম্পদে কাজ চালিয়ে যাবে।

আজুলে প্রতিশ্রুতি দিয়েছেন, ইউনেস্কো সীমিত সম্পদের মধ্যেও তার কর্মকাণ্ড চালিয়ে যাবে এবং এ মুহূর্তে কোনো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই।

‘বিশ্বের সব দেশের জন্য ইউনেস্কো উন্মুক্ত, এবং যুক্তরাষ্ট্র সর্বদা আমাদের জন্য স্বাগত,’ তিনি বলেন। ‘আমরা মার্কিন বেসরকারি খাত, একাডেমিয়া এবং এনজিওগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব, এবং মার্কিন প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাব।’

উলে¬খ্য, ১৯৮৪ সালে রোনাল্ড রিগ্যান প্রশাসন ইউনেস্কোকে দুর্নীতিগ্রস্ত ও সোভিয়েত ইউনিয়নের স্বাক্ষরে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে সংস্থা থেকে সরে গিয়েছিল। পরে ২০০৩ সালে জর্জ ডবি¬উ বুশের প্রশাসনে যুক্তরাষ্ট্র পুনরায় ইউনেস্কোতে যোগ দেয়।

ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে দুঃখিত। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইউনেস্কো শিক্ষার মাধ্যমে সহনশীলতা ও সংস্কৃতির প্রসারে কাজ করছে এবং সংঘাত প্রতিরোধের লক্ষ্য নিয়েই সংস্থার যাত্রা শুরু হয়েছিল।