Print Date & Time : 2 August 2025 Saturday 4:27 pm

ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কো

শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ দেশগুলোর কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

রুবিও বলেন, ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তারা (পশ্চিমা দেশগুলো) বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে—তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

তিনি আরও বলেন, এ স্বীকৃতি প্রক্রিয়া বিপরীত ফল দেবে। এটি শান্তির পথে সহায়ক নয়।

রুবিও দাবি করেন, হামাস এখনো অন্তত ২০ জনকে জীবিত জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের বেশি মানুষের মরদেহ আটকে রেখেছে। অথচ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিদানকারীরা ‘হামাসের পক্ষেই অবস্থান নিচ্ছেন’ বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, দিনশেষে, হামাসের পক্ষে থাকা মানেই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে থাকা। আপনি এভাবে তাদের পুরস্কৃত করছেন।

এদিকে স্বীকৃতি দেওয়া দেশগুলো বলছে, এটি কোনো পুরস্কার নয়, বরং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি পূর্বশর্ত।

রুবিও আরও বলেন, এই সিদ্ধান্তগুলো চলমান যুদ্ধবিরতির আলোচনায় ‘ক্ষতিকর প্রভাব’ ফেলছে। অনেক দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে তারা আন্তর্জাতিক পরিণতি বিবেচনা না করেই এ সিদ্ধান্ত নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তাদের এই বিবৃতি বাস্তবতা পাল্টাবে না। বরং হামাসকে উৎসাহিত করছে—যাতে তারা যুদ্ধবিরতিতে না যায়, জিম্মিদেরও ছেড়ে না দেয়।

আরআর/