Print Date & Time : 3 July 2025 Thursday 5:29 pm

ইসলামিক ফিন্যান্সের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের লভ্যাংশ দেবে না।

সোমবার ( ৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি ১ টাকা ৬৪ পয়সা লোকসান করেছিল।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের ভেন্যু পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

এজন্য রেকর্ড তারিখ আগামী ২৮ জুরাই নির্ধারণ করা হয়েছে।