নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। গতকাল বুধবার ইসির ওয়েবসাইটে খো যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। প্রতীকের স্থানটি ফাঁকা রয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
গত ১৩ জুলাই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত াকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা এ দবি জানান।
সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপি নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেছিলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকাবস্থায়ও নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকা প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি। ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এরপরই নিবন্ধন স্থগিত করে ইসি। যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসা সেই পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না।’
এর আগে গত মঙ্গলবার ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপষ্টো আসিফ মাহমু সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, ‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’ তিনি লিখেছেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কারে দিতে এই মার্কা রেখে দিলেন?’
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ বছর ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

Discussion about this post