শেয়ার বিজ ডেস্ক : দেশের অর্থায়নযোগ্য নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের উপায় নিয়ে ইস্টার্ন ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে‘নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট ২০২৫’।
গতকাল (২৩ জুলাই) এই সামিটটি অনুষ্ঠিত হয়েছে।
সামিটের মুল লক্ষ্য ছিল প্রকৃত ও যোগ্য নারী উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের অর্থায়নসহ অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন।‘অর্থায়ন সুবিধা লাভের জন্য প্রস্তুত নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় ইবিএল উইমেন ব্যাংকিং এবং অন্যান্য অংশীজনদের মধ্যে সহযোগিতামূলক পার্টনারশীপের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে নারীদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও অর্থায়ন লাভের সুযোগ নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ নারি উদ্যোক্তা ফেডারেশন এবং সীড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুবিনা হুসাইন বলেন, “ইবিএল এর এই উদ্যোগটি সময়োপযোগী এবং অত্যন্ত জরুরী। এর মাধ্যমে ব্যাংক, নারী চেম্বার এবং নারী উদ্যোক্তাদের একত্রিত করে একই ছাদের নীচে আনর সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সবাই মিলে বাংলাদেশী নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রুপ প্রদান এবং সম্প্রসারণে কাজ করছি”। এ উপলক্ষ্যে ইবিএল তাদের ফ্ল্যাগশীপ ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম’ এর দ্বিতীয় ধাপ ‘অদ্বিতা’-র কার্যক্রম উদ্বোধন করে। তিনমাসব্যাপী এই কার্যক্রমের অনলাইন ও অফলাইনের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের আনুষ্ঠানিক ব্যবসায়িক দলিলপত্র তৈরি ও সংরক্ষণ, ই-কমার্স দক্ষতা বৃদ্ধি, পন্যের গুণগত মান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের ওপর গুরুত্ব দেয়া হবে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেন, “আমাদের প্রতিশ্রুতি শুধুমাত্র কথার মাঝেই সীমাবদ্ধ নয়। নারী উদ্যোক্তাদের প্রকৃত চাহিদা- অর্থ প্রাপ্তির সুযোগ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং কৌশলগত সহায়তা প্রদান আমাদের এই কর্মসূচীর মূল লক্ষ্য। নারীদের জন্য একটি অন্তর্ভূক্তিমূলক উদ্যোক্তা পরিবেশ তৈরিতে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত”।
সামিটে সীড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোঃ মোস্তাফিজুর রহমান, ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশের আনোয়ার, হেড অফ লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক।
আরআর/