শেয়ার বিজ ডেস্ক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) গত রবিবার ঢাকার উত্তরা এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ
অভিযানে দেখা যায়, টি-ফোর ট্রেডার্স নিম্নমানের বাসমতী চালকে নামীদামী কোম্পানির নকল প্যাকেটে ভরে আশেপাশের বাজারে বিতরণ করছে। এই গুরুতর ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, টি-ফোর ট্রেডার্সের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সুষ্ঠু বাণিজ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।