নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে ওসমান হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার উন্নত চিকিৎসা শুরু হবে। হাদির চিকিৎসা খরচ বাংলাদেশ সরকার বহন করবে।
গতকাল বেলা ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছিলেন দুই বড় ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
গতকাল বেলা পৌনে ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
হাদিকে নিতে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি একই দিন সকাল ১১টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডাক্তার আবদুল আহাদ হাদির স্বাস্থ্যের সবশেষ অবস্থান তুলে ধরে বলেন, ‘হাদির সর্বশেষ ব্লাড প্রেশার ছিল ১০০/৬০। তার চিকিৎসা দেশেই হতে পারত। তবে অপারেশন থিয়েটারে ইনফেকশনের হার দেশে বেশি হওয়ায় বিদেশে নেয়া হলো। ওসমান হাদি এখনো জিসিএস-৩ লেভেলেই আছেন। তবে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার মতো পরিস্থিতি ছিল।’
ডাক্তার আবদুল আহাদ আরও জানান, গত রাতে হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা যা ছিল, এখনও তা-ই আছে। বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক হাদির সঙ্গে যাননি। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকই সঙ্গে যাচ্ছেন।
উল্লেখ্য, ওসমান হাদি শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসা চললেও শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রিন্ট করুন










Discussion about this post