শেয়ার বিজ ডেস্ক : উস্তাদ হাসান আলী খান স্মরণে গত শনিবার (৬ ডিসেম্বর) তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনব্যাপী অনুষ্ঠান হয়ে গেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল-সঙ্গীত শিল্পী খায়রুন আনাম শাকিল। মুখ্য আলোচক ছিলেন সঙ্গীতগুণী শেখ সাদী খান এবং শিল্প-সমালোচক রফিক সুলায়মান। সভাপতিত্ব করেন উস্তাদ হাসান আলী খানের পুত্র খুরশীদ হাসান খান।
সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাসউদ্দীন হেলালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাসুদা নার্গিস আনাম, শিল্পী আজগর আলীম, ক্ষুদে শিল্পী আদ্রা তাথৈ প্রমুখ।
উল্লেখ্য, উস্তাদ হাসান আলী খান নিজে যেমন উঁচুমাপের শিল্পী ছিলেন, তেমনি অনেক গুণী শিল্পী সৃষ্টিও করেছেন। তার ছাত্রছাত্রীদের মধ্যে ড. সানজিদা খাতুন, মুজিব পরদেশী, আরিফ দেওয়ান, বুলবুল মহলানবিশ প্রমুখ অন্যতম
প্রিন্ট করুন








Discussion about this post