Print Date & Time : 4 August 2025 Monday 9:25 pm

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনে টাউন হল মিটিং

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চট্টগ্রামের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, চট্টগ্রাম জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরীসহ এই জোনের শাখা-উপশাখাগুলোর সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমের সর্বক্ষেত্রে কর্পোরেট সুশাসন এবং কমপ্লায়েন্সকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম অঞ্চলের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ হ্রাস করার লক্ষ্যে আদায় কার্যক্রম জোরদার করতে হবে। এছাড়া বিনা সুদের এবং স্বল্প সুদের আমানত সংগ্রহের মাধ্যমে তহবিলসহ অন্যান্য ব্যয় কমিয়ে মুনাফা বৃদ্ধির অভিপ্রায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। মানসম্পন্ন ঋণ বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান এডি রেশিও ৭৮ শতাংশ থেকে কাঙ্খিত মাত্রায় বৃদ্ধি করতে হবে। নতুনভাবে শ্রেণীকরণ রোধ, শ্রেণীবিন্যাসিত ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে চট্টগ্রাম অঞ্চলে।

স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর বলেন, টেকসই ব্যাংক গড়ে তুলতে গুণগত মানসম্পন্ন ঋণ বাড়াতে হবে। এক্ষেত্রে কোনভাবেই নিয়মের ব্যতয় ঘটানো যাবে না। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন করার উপর গুরুত্বারোপ করেন তিনি ।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের সিংহভাগই পরিচালিত হয় চট্টগ্রামকে কেন্দ্র করে। তাই বৈদেশিক বাণিজ্যে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এলসি বিজনেস বাড়াতে হবে। অফশোর ব্যাংকিংয়ে আমানত বৃদ্ধির সুযোগ রয়েছে। পাশাপাশি লিঙ্কেজ শিল্প এবং অন্যান্য ছোটখাট শিল্পখাতগুলোকে অর্থায়নের মাধ্যমে অর্থনীতিকে বিকশিত করার সুযোগ কাজে লাগাতে হবে।