শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর সোনামসজিদ স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয় বন্দরে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, আন্দোলনের কারণে দুই দিন পুরোপুরি বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি। এতে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকে পড়ে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক। এ ছাড়া ১৩টি রপ্তানি পণ্যবাহী ট্রাক আটকে পড়ে সোনামসজিদ স্থলবন্দরে।
মাঈনুল ইসলাম আরও জানান, এনবিআরের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। এরপর কর্মকর্তারা কাজে ফেরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
এনবিআর বিভক্তের প্রতিবাদ ও সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত শনিবার থেকে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলে আসছিল। গতকাল রোববার দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের কথা থাকলেও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।