Print Date & Time : 5 July 2025 Saturday 5:37 am

এনবিআরে কাজের গতি আসায় সরকার সন্তুষ্ট : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্থবিরতা কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পুনরায় কাজের গতি আসায় সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে কোনো পক্ষপাতিত্ব ছাড়া কাজ করে যেতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। গতকাল সোমবার বিকালে অর্থ বিভাগে উপদেষ্টার অফিসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় স্বার্থে কখনও এমনটি করা উচিত নয়, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু বন্দর বন্ধ করে দেয়া সমর্থনযোগ্য নয়। এটি বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত বিষয়ে তারাই বলতে পারবেন। সরকার কোনো হস্তক্ষেপ করছে না। এখন অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত করছে। আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করতে হবে সবাইকে। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করতে হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না।

অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

গত রোববার রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রপ্তানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে। এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা শুরু হয়। এতে সেবায় বিঘ্ন ঘটে।