Print Date & Time : 13 January 2026 Tuesday 9:29 am

এনসিটি টার্মিনাল পরিচালনা নিয়ে চূড়ান্ত রায় আজ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠিত নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত রায় আসবে আজ মঙ্গলবার। উচ্চ আদালত এ রায় ঘোষণা করবেন।
এর আগে সরকার টার্মিনালটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের এ সিদ্ধান্তের প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা একটি রিটের ব্যাপারে গত ৪ ডিসেম্বর দ্বিধাবিভক্ত রায় দেন উচ্চ আদালত, যে কারণে নতুন করে বেঞ্চ গঠন এবং রায় প্রদানের দিনক্ষণ ঠিক হয়। সবমিলিয়ে এনসিটির ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে আজ।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) টার্মিনালটি পরিচালনায় ২০২৩ সালের মার্চে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। এরপর ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি)। বর্তমান অন্তর্বর্তী সরকারও সে সিদ্ধান্ত বহাল রেখেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি হস্তান্তরের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়েছে চট্টগ্রাম বন্দরের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদারকে।
এদিকে রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত এবং দীর্ঘদিন ধরে মুনাফায় থাকা দেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল এনসিটিকে বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সাম্প্রতিক প্রক্রিয়ার বিরোধিতা করছেন অনেকেই। ইতোমধ্যে চট্টগ্রামে বিক্ষোভ, অবরোধ এবং মশাল মিছিল, লাল পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া বন্দর কর্তৃপক্ষ এগিয়ে নিতে চাইলে তার বৈধতার প্রশ্নে হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। বিদেশি অপারেটর নিয়োগে সরকারের নানা উদ্যোগ এবং বিরোধীপক্ষের আন্দোলনের মাঝে আদালতে উপরোক্ত রিট করা হয়।
নিউমুরিং কনটেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিটের ব্যাপারে গত ৪ ডিসেম্বর উচ্চ আদালত দ্বিধাবিভক্ত রায় প্রদান করেন। ওই দিন হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন (রুল ডিসচার্জ) খারিজ করে রায় দেন। এতে প্রধান বিচারপতি নতুন করে বেঞ্চ গঠন করে আবার শুনানি এবং রায় প্রদানের আইনি বাধ্যবাধকতা থাকায় আজ মঙ্গলবার নতুন বেঞ্চ ওই রিটের রায় প্রদান করবেন। এই রায়ের ওপর ভিত্তি করেই সরকার ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেবে নাকি নৌবাহিনীর ড্রাইডকই টার্মিনালটি পরিচালনা করবে, সেই সিদ্ধান্ত নিতে হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।