Print Date & Time : 31 January 2026 Saturday 12:02 pm

এনার্জিপ্যাকের অর্ধবার্ষিকে লোকসান বাড়ল ৫৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিকে বড় অঙ্কের লোকসান করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কোম্পানিটির অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৩ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ০ দশমিক ৯৮ টাকা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৫ দশমিক ৭৫ টাকা বা ৫৮৬ দশমিক ৭৩ শতাংশ।

এর আগে, বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৫ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, লোকসানের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে, যা কোম্পানিটির শেয়ারদরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।