নিজস্ব প্রতিবেদক : এবারের শারদীয় দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আজ বিকালে রাজধানীর রমনা কালী মন্দিরে পূজার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সব কথা জানান।
উপদেষ্টা বলেন, এ বছর পূজামণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি সরকারি অনুদানও এক কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছর দুর্গাপূজায় পূজামøপগুলোর জন্য চার কোটি টাকা অনুদান দেয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এরপরও পূজার সুষ্ঠু আয়োজনের জন্য প্রয়োজনে আরও অতিরিক্ত অনুদান সরকারের পক্ষ থেকে দেয়া হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দুর্গাপূজায় মাত্র দুই কোটি টাকা অনুদান দেওয়া হতো। বর্তমান সরকার সেই বরাদ্দ দ্বিগুণের বেশি বৃদ্ধি করেছে।
দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পুণ্যার্থী, দর্শনার্থী, পূজা উদ্যাপন কমিটি এবং সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
উপদেষ্টা জানান, পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে তথ্য পৌঁছাবে। দিন-রাত ২৪ ঘণ্টা পূজা কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এর সামাজিক ও সাংস্কৃতিক দিক রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও পূজা দেখতে আসেন। তাই সকলে মিলে পূজার পবিত্রতা রক্ষা করতে হবে।
ব্রিফিংকালে রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএম তরুণ দে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Discussion about this post