নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংক পিএলসি-এর ঢাকা অঞ্চলের জন্য দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক একটি সেশন সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এই সেশনে এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ঢাকা অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম ও সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয়, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ী একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এই কৌশলগত পরিকল্পনা সভার মাধ্যমে ঢাকা অঞ্চলে ব্যাংকের কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রিন্ট করুন









Discussion about this post