Print Date & Time : 16 September 2025 Tuesday 7:02 am

এবি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান

শেয়ার বিজ ডেস্ক : এবি ব্যাংক পিএলসি সম্প্রতি কক্সবাজারে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচী বিভাগের এসআইসিআইপি (SICIP) প্রকল্পের অধীনে আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির” সফল সমাপ্তি ঘোষণা করেছে। এই কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং যোগ্য আবেদনকারীদের মধ্যে উন্মুক্ত ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচী বিভাগের অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে. এম. বাবর খান।

এছাড়াও, এবি ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের প্রধান ইফতেখার এনাম আওয়াল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ফজলুল হক, এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কক্সবাজার অঞ্চলের ২৫ জন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরআর/