চট্টগ্রাম ব্যুরো : সরকার গঠন করে সংসদে যেতে পারলে দেশের মানুষের জন্য কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় গিয়েছে তারা জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের পকেট ভারী করেছে। ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডে দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতেই হবে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখানের একটি রেস্টুরেন্টে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, যারা ভোট ছাড়াই ক্ষমতা দখল করেছে, তাদের সম্পদ বেড়েছে। আমি ওয়াদা দিয়ে যেতে চাই—যদি সংসদে যেতে পারি, আমরা দেশের মানুষের জন্যই কাজ করব। প্রত্যেক জনপ্রতিনিধি যদি জনগণ ও দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে আমরা যে নিরাপদ, বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটিই বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। নতুন স্বপ্ন নিয়ে মানুষ জেগে উঠেছে—দেশ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। নির্বাচনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবে। যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি এবং আমার দল সরকার গঠন করতে পারে। তবে ক্ষমতাকে কোনোভাবেই ভোগের বিষয় হিসেবে নেব না, বরং এটিকে পবিত্র আমানত হিসেবে দেখব।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করব। গত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছে।
তিনি বলেন, একসময় নির্বাচন ছিল উৎসবের মতো। মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ভোট দিতে যেত। কিন্তু বিগত সরকার ভোটের দিনকে আতঙ্কের দিনে পরিণত করেছিল। আমরা সেই কালো অধ্যায় পেছনে ফেলে নতুন অধ্যায় রচনা করতে চাই। মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে—এমন প্রত্যাশাই করছি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো-অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।
