Print Date & Time : 5 September 2025 Friday 7:10 pm

এশিয়ার বাজারে পতন সোনার দামে নতুন রেকর্ড

শেয়ার বিজ ডেস্ক : এশিয়ার শেয়ার বাজারগুলো নিম্নমুখী হয়েছে গতকাল বুধবার। অন্যদিকে ইকুইটি ও বন্ড বাজারে ব্যাপক বিক্রির পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকায় টানা ছয় দিনের উত্থান অব্যাহত রেখে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ডেলিভারির জন্য সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। আউন্সপ্রতি সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৪৬ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে। সব মিলে গত ছয় দিনে দাম ৫ শতাংশ বেড়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টা করার পর ব্যবসায়ীরা মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের ক্যারল কং বলেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনের ফলে নিরাপদ বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের পছন্দ পরিবর্তিত হতে পারে। তিনি আরও বলেন, ‘সোনার দাম আগের চেয়েও বেশি বেড়েছে, যা এখন পর্যন্ত ৩০ শতাংশেরও বেশি। তবে ঝুঁকিটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে ফেডারেল রিজার্ভের স্বাধীনতাকে খর্ব করতে থাকেন, তাহলে মার্কিন ডলার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তার আবেদন আরও হারাবে।’

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, বন্ড ও ইকুইটি স্থবির হয়ে পড়ায় সোনার দাম শেষ অবলম্বন হয়ে উঠেছে। ডলারের উত্থান বৈশ্বিক আর্থিক পরিস্থিতি আরও কঠিন করে তুলছে, ঠিক তখনই প্রযুক্তি ও চিপস খাতে শুল্ক সংঘাত আবারও দেখা দিচ্ছে, যার ফলে এটি নিশ্চিত হয়েছে যে, এশিয়া বিচ্ছিন্নভাবে বাণিজ্য করতে পারবে না।

এদিকে জাপানের শেয়ারবাজার স্থানীয় রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে পড়ে। গত জুলাইয়ের উচ্চকক্ষের নির্বাচনে ভরাডুবির দায়ে গত মঙ্গলবার ক্ষমতাসীন দলের নম্বর টু পদত্যাগের ইঙ্গিত দেয়ায় গতকাল বুধবার বাজার খোলার পর টোকিও শেয়ার নিম্নমুখী হয়।

সিডনির ভ্যানেকের ক্রস-অ্যাসেট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আনা উ ব্লুমবার্গকে বলেন, ‘ব্যবসায়ীরা জাপানের রাজনৈতিক ভবিষ্যৎকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হতে দেখছেন, যা অস্থিরতা বৃদ্ধি করছে।’

এদিকে এশিয়ায় প্রাথমিক লেনদেনের সময় মূল্যবান ধাতুটি প্রতি আউন্স ৩,৫০১ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে, যা এপ্রিলে এর আগের রেকর্ড ৩,৫০০ দশমিক ১০ ডলারকে ছাড়িয়ে গেছে।

হংকং থেকে এএফপি এ খবর জানায়। বিনিয়োগকারীরা দুর্বল মার্কিন ডলার ও ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনার কথা বিবেচনায় নেয়ায় সোনার দামের এই দরপতন ঘটেছে।

মার্কিন মুদ্রাস্ফীতির একটি মূল্যসূচক দ্রুত বৃদ্ধি পাওয়ায়  শুক্রবার ওয়াল স্ট্রিট রেকর্ড সর্বোচ্চ থেকে পিছিয়ে এসেছে। একই সময়ে, ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে। শ্রম দিবসের জন্য গত সোমবার ওয়াল স্ট্রিট বন্ধ ছিল, তখন প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ডলার মিশ্র লেনদেন করেছে।

বন্ধকী জালিয়াতির অভিযোগে ফেডের গভর্নরকে তিরস্কার করার পর ট্রাম্প গত মাসে বলেছিলেন, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক পদত্যাগ না করলে, তিনি তাকে বরখাস্ত করবেন।

মার্কিন আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের অনেক শুল্ক, যা বিশ্ব বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে সেগুলো অবৈধ বলে রায় দেয়ার পরও এই রেকর্ড প্রকাশিত হয়েছে।

তবে আদালত আপাতত এই ব্যবস্থাগুলো বহাল রাখার অনুমতি দেয়ায়, মার্কিন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য সময় পেয়েছেন।