Print Date & Time : 19 August 2025 Tuesday 2:25 am

ওয়ালটন প্লাজা ২ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও আইসিটি পণ্যের বিক্রয় ও বিতরণ নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা তাদের ‘হায়ার পারচেজ ও ফ্যামিলি প্রটেকশন পলিসি’র আওতায় ৮০০ পরিবারের মধ্যে ২ কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

গ্রাহক কিংবা পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে এই সহায়তা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট পরিবারের বাকি কিস্তিও মওকুফ করা হয়েছে, যার পরিমাণও ২ কোটির বেশি। এ নীতির আওতায় ক্রেতারা ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত এবং পরিবারের সদস্যের মৃত্যু হলে ২৫ হাজার থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাচ্ছেন।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই নীতি চালু করা হয়েছে। এছাড়া কার্ডধারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ ছাড় সুবিধা পাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যোগ্য সদস্যদের কর্মসংস্থানের সুযোগও দিচ্ছে ওয়ালটন।