শেয়ার বিজ ডেস্ক : এশিয়া-প্যাসিফিক বাজারগুলো গতকাল মিশ্রধারায় লেনদেন করেছে, কারণ বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের দুই দিনের বৈঠকের ফলাফলের অপেক্ষায় আছে। এই বৈঠকে সুদের হার কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে।খবর- রয়টার্স।
জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ৪৪ হাজার ৭৯০ দশমিক ৩৮ পয়েন্টে বন্ধ হয়। টপিক্স সূচকও শূন্য দশমিক ৭১ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৩ হাজার ১৪৫ দশমিক ৮৩ পয়েন্টে। সরকারি তথ্য অনুযায়ী, গত আগস্টে জাপানের রপ্তানি গত বছরের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ কমেছে, যা রয়টার্সের জরিপে অর্থনীতিবিদদের প্রত্যাশিত ১ দশমিক ৯ শতাংশ পতনের চেয়ে ভালো, যা গত জুলাই মাসে রপ্তানি ২ দশমিক ৬ দশমিক হ্রাস পেয়েছিল।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি (জাপান) বর্তমানে মার্কিন শুল্ক এবং বছরের শুরুতে অতিরিক্ত রপ্তানি করার প্রভাবের কারণে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধির মুখোমুখি। অস্ট্রেলিয়ার এএসএক্স/এসঅ্যান্ডপি ২০০ সূচক শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে ৮ হাজার ৮১৮ দশমিক ৫ পয়েন্টে শেষ হয়। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১ দশমিক ০৫ শতাংশ কমে ৩ হাজার ৪১৩ দশমিক ৪ পয়েন্টে নেমেছে এবং ক্ষুদ্র কোম্পানিগুলোর কসডাক সূচক শূন্য দশমিক ৭৪ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮৪৫ দশমিক ৫৩ পয়েন্টে।
হংকংয়ের হ্যাং সেন সূচক ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২৬ হাজার ৯০৮ দশমিক ৩৯ পয়েন্টে শেষ হয়, আর হ্যাং সেন টেক সূচক ৪ দশমিক ২২ শতাংশ লাফিয়ে ওঠে ৬ হাজার ৩৩৪ দশমিক ২৪ পয়েন্টে। বাইদুর হংকং-তালিকাভুক্ত শেয়ার সর্বোচ্চ ১৪ শতাংশ বেড়েছে, কারণ তারা ঘোষণা দিয়েছে ২০২৯ মেয়াদি ৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান (৬১৮ মিলিয়ন ডলার) মূল্যের অফশোর বন্ড ইস্যু সম্পন্ন হয়েছে।
বাইদু গত সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না মার্চেন্টস গ্রুপের সঙ্গে এআই প্রযুক্তিতে সহযোগিতার চুক্তিও করেছে। এদিকে মেইনল্যান্ড চীনের সিএসআই ৩০০ সূচক শূন্য দশমিক ৬১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৫১ দশমিক ০২ পয়েন্টে বন্ধ হয়। ভারতের বেঞ্চমার্ক নিফটি ৫০ সূচক শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়েছে এবং সেনসেক্স সূচক শূন্য দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, আগস্টে সিঙ্গাপুরের তেল-বহির্ভূত রপ্তানি বছরওয়ারি ১১ দশমিক ৩ শতাংশ কমেছে। রয়টার্স জরিপে অর্থনীতিবিদরা যেখানে ১ শতাংশ প্রবৃদ্ধি আশা করেছিলেন। বিশেষায়িত যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং পেট্রোকেমিক্যালের চাহিদা কমে যাওয়ায় এই পতন ঘটেছে। জুলাই মাসে সংশোধিত হিসাবে রপ্তানি ৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছিল। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উন্মুক্ত অর্থনীতি এবং এর রপ্তানি বৈশ্বিক চাহিদা ও অর্থনৈতিক স্বাস্থ্যের সূচক হিসেবে ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়।
ডিসেম্বরের পর এই প্রথম সুদের হার কমানোর ব্যাপারে মার্কিন ফেডের কাছ থেকে ব্যাপক প্রত্যাশা করা হচ্ছে।ফেড বৈঠকের ফলাফলের আগে মার্কিন বাজারে রাতারাতি বিনিয়োগকারীরা কিছু মুনাফা তুলে নেয়ায় শেয়ারের দাম কমেছে।
এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৬ হাজার ৬০৬ দশমিক ৭৬ পয়েন্টে বন্ধ হয়, যদিও সেশনের শুরুর দিকে নতুন রেকর্ড গড়েছিল। নাসডাক কম্পোজিট শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ২২ হাজার ৩৩৩ দশমিক ৯৬ পয়েন্টে শেষ হয়। আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১২৫ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ৪৫ হাজার ৭৫৭ দশমিক ৯০ পয়েন্টে নেমে যায়।