Print Date & Time : 20 November 2025 Thursday 8:40 am

ককটেল বিস্ফোরণের ঘটনায় রূপগঞ্জে যুবলীগ নেতা আটক

শেয়ার বিজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক মিয়া (২৬) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ সোমবার (১৭ নভেম্বর) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেক মিয়া রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টানা দুই দিনের লকডাউন সফল করতে রোববার গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের সুলপিনা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তারেক মিয়া যুবলীগের রাজনীতিতে সক্রিয়। সোমবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এস এস/