Print Date & Time : 19 September 2025 Friday 9:51 pm

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রামুর রশিদনগর রেলক্রসিংয়ে গতকাল শনিবার বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামু থানার ওসি তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তানসহ আরও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেনÑসদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তার বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশুসন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ (৩) ও অটোরিকশাচালক হাবিবুর রহমান।
ওসি তৈয়বুর রহমান আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ রেলক্রসিংয়ে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ‘শনিবার দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা পার হওয়ার সময় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে। সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।’
রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বদি আলম বলেন, ‘দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় আরও দুজন মারা যান।’
রামু রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১টার দিকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি রামুর ধলিরছড়া এলাকার রেলক্রসিংয়ে পৌঁছলে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনটি অটোরিকশাটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।