Print Date & Time : 21 July 2025 Monday 12:30 am

 কনসার্টে গিয়ে পরকীয়া ফাঁস, দু’কূলই হারালেন মার্কিন কোম্পনির সিইও

শেয়ার বিজ ডেস্ক : সংগীত কনসার্টে অফিস সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে কেলেঙ্কারিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি অ্যাস্ট্রোনোমারের প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী অ্যান্ডি বায়রন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কেলেঙ্কারি ভাইরাল হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য অবসরে গিয়েছেন তিনি। খবর-টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া তার স্ত্রী নিজের নাম থেকে স্বামীর নাম-পদবি মুছে ফেলেছেন। ফলে এই ঘটনাকে ঘিরে তাদের বিচ্ছেদ হচ্ছে কি না— তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

অ্যান্ডি অবসরে যাওয়ার পর বর্তমানে অ্যাস্ট্রোনোমারের ভারপ্রাপ্ত শীর্ষ নির্বাহীর দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং শীর্ষ প্রোডাক্ট কর্মকর্তা পিটার ডি’জয়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে অ্যাস্ট্রোনোমার।

বার্তায় বলা হয়েছে, ‘অ্যাস্টোনোমারের প্রতিষ্ঠানের ও শীর্ষ নির্বাহী অ্যান্ডি বায়রন বর্তমানে অবসরে আছেন। তার অনুপস্থিতিতে বর্তমানে ভারপ্রাপ্ত শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা পিটার ডিজয়। বায়রনের মতামত নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামনের দিনগুলোতে এ প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।’

গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে পারফর্ম করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’। সেই কনসার্ট নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু গান কিংবা পরিবেশনা নয়, বরং দর্শকের ‘অস্বস্তিকর মুহূর্ত’। পরকীয়ার জোর গুঞ্জন ঘিরে কনসার্টটি নিয়ে এখন চলছে তুমুল চর্চা।

কারণ কনসার্ট চলাকালে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থার মানব সম্পদ (এইচআর) বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। ক্যামেরার নজর তাদের ওপর বুঝতে পেরেই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে লজ্জায় মুখ ঢেকে রাখেন ক্রিস্টিনও। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে।

স্টেজে তখন পারফর্ম করছিলেন ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন। মার্টিন তখন মঞ্চ থেকে বলেন, ‘দেখ তো ওদের, কী সুন্দর একটা মুহূর্ত!” কিন্তু তারপরেই পাল্টে যায় দৃশ্যপট। ওই যুগলের অস্বস্তিকর প্রতিক্রিয়ায় মার্টিন একটু থমকে গিয়ে বলেন, ‘ওহ, কী হলো? এরা হয় সম্পর্কে আছে, নাহয় খুব লাজুক।’ তারপরও আরেকটু এগিয়ে তিনি বলেন, ‘আচ্ছা, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে, তিনি এক সন্তানের মা।

এক এক্স ব্যবহারকারীর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই অ্যান্ডি বায়রনের স্ত্রী মেগান কেরিগান ফেসবুকে নিজের বিবাহিত পদবি ‘বায়রন’ মুছে ফেলেছেন। যার থেকে অ্যান্ডি বায়রনের বিবাহিত সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, সিইও ও এইচআর-প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক সংস্থার নৈতিকতা ও কর্মপরিবেশে কী বার্তা দেয়? অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবট দুজনই এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে কনসার্টের একটি মুহূর্ত যে কীভাবে পেশাদার জীবনের বড় বিতর্কে পরিণত হতে পারে, তার এক বিরল উদাহরণ হয়ে থাকল এই ঘটনা।

অ্যান্ডি বায়রনের প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমা কাজ করে এআই ও ডেটা নিয়ে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার।