নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের সঙ্গে লেনদেনে খরা দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।
ডিএসই সূত্র জানায়, গতকাল লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩২ দশমিক ৯৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৬২ শতাংশ কম। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮ দশমিক ০১ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসই সূত্র জানায়, গতকাল মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দর। এছাড়া ডিএসইতে গতকাল মোট ১ লাখ ৬৩ হাজার ৭৪০টি ট্রেডের মাধ্যমে মোট ১৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৮৩২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৮১২ টাকা।
ক্যাটেগরি ভিত্তিতে গতকাল ডিএসইতে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেনে অংশ নেয় ২১৬টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দর।
‘বি’ ক্যাটেগরিতে ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯টির, দর কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ারের দর।
‘জেড’ ক্যাটেগরিতে লেনদেন হওয়া ৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টির, দর কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারের দর। ‘এন’ ক্যাটেগরিতে গতকাল কোনো লেনদেন হয়নি।
এদিকে মিউচুয়াল ফান্ড খাতে ৩৫টি ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, দর কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির ইউনিটের দর।
করপোরেট বন্ড খাতে ৩টি বন্ড লেনদেন হয়। এর মধ্যে একটি বন্ডের দর বেড়েছে, একটি কমেছে এবং একটি অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজ (জি-সিকিউ) খাতে লেনদেন হওয়া ৪টির মধ্যে ২টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে।
এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ টাকার। ১২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑএশিয়াটিক ল্যাবরেটরিজ, ফাইন ফুডস, ডমিনেজ স্টিল বিল্ডিং, একমি পেস্টিসাইড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৫০ লাখ টাকা।
বৈশ্বিক ও দেশীয় অর্থনীতি মন্দার কারণে পুঁজিবাজার দুর্বল হয়ে পড়ছে। লেনদেন কমছে, বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাচ্ছেন না বলে ধারণা বিশ্লেষকদের।
প্রিন্ট করুন











Discussion about this post