শেয়ার বিজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী ইপিজেডে জ্যান্ট এক্সেসরিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, বিকেল ৩টার দিকে কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে নিকটস্থ বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আরআর/