Print Date & Time : 12 July 2025 Saturday 11:17 pm

কর্নফুলী ইপিজেডে জুতার কারখানায় আগুন

শেয়ার বিজ ডেস্ক : চট্টগ্রামের কর্নফুলী ইপিজেডে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে চারতলা একটি ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুর বেলা ২ টা ৫৫ মিনিটে আগুন লাগে। পরে সেটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কী থেকে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি নিয়েও কোনো তথ্য এখনও বলা সম্ভব হচ্ছে না।

বেলা ৩ টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরআর/