Print Date & Time : 15 January 2026 Thursday 11:27 am

কর্পোরেট গভর্ন্যান্সে অনন্য সাফল্য: ওয়ালটনের টানা আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জন উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট গভর্ন্যান্স ও আর্থিক স্বচ্ছতায় ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি টানা ৫ম বারের মতো ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪র্থবার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করায় ওয়ালটন আজ দেশি-বিদেশি পর্যায়ে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে এই অর্জনের সাফল্য উদযাপন করা হয়।