নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের সবাই কে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ভুক্তভোগী সহিদুল ইসলাম (৪৮), মোসাম্মৎ আকলিমা বেগম (৪২), লালবানু (৮৫), মো. সানাউল্লাহ (২০) কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
সহিদুল ইসলাম জানান, তিনি গরু কেনাবেচার ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত কারও ঘুম ভাঙছিল না। একপর্যায়ে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করে রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। শব্দ পেয়ে জেগে উঠেন। কিন্তু শারীরিকভাবে প্রচন্ড দুর্বল অনুভব করেন। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখেন। দুর্বৃত্তরা বাড়ির মূল দরজা ভেঙে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে ঘরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার জন্য রাখা দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণলঙ্কার নিয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে কলাপাড়া তালে ভর্তি করেন।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। দুষ্কৃতকারী শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।