শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নির্যাতনের তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন বিশেষ দূত রিচার্ড ফককে ‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার কর্তৃপক্ষ। গাজা-সম্পর্কিত একটি ট্রাইব্যুনালে যোগ দিতে কানাডার রাজধানী অটোয়া যাওয়ার সময় গত বৃহস্পতিবার তার সঙ্গে এমন ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ৯৫ বছর বয়সী রিচার্ড ফক অটোয়া থেকে শনিবার (১৫ নভেম্বর) এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্ত্রী সহকর্মী আইনবিদ হিলাল এলভারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
তিনি বলেন, ‘একজন নিরাপত্তা কর্মী এসে বললেন, আমরা তোমাদের দু’জনকেই আটক করেছি, কারণ আমরা উদ্বিগ্ন তোমরা কানাডার জন্য জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি করছো। এটি ছিল আমার জীবনের প্রথম এই ধরণের অভিজ্ঞতা।’
রিচার্ড এবং এলভার উভয়ই মার্কিন নাগরিক। কানাডিয়ান দায়িত্ব সম্পর্কিত প্যালেস্টাইন ট্রাইব্যুনালে অংশ নিতে অটোয়া দেওয়ার সময় তাদের এভাবে আটক করা হয়েছিল।
গাজা উপত্যকায় ইসরায়েলের দুই বছর ধরে বোমাবর্ষণে ‘কানাডিয়ান সরকারের ভূমিকা’ পরীক্ষা করার জন্য ট্রাইব্যুনালে শুক্রবার এবং শনিবার আন্তর্জাতিক মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা একত্রিত হন। জাতিসংঘের তদন্ত এবং অসংখ্য অধিকার গোষ্ঠী ইসরায়েলি বর্বরতাকে ‘গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে।
রিচার্ড জানান, তাকে এবং তার স্ত্রীকে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। সেই সঙ্গে ইসরায়েল, গাজা এবং গণহত্যার বিষয়ে তাদের নিজেদের কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।
রিচার্ড বলেন, তিনি বিশ্বাস করেন, এই জিজ্ঞাসাবাদটি গাজাসহ বিশ্বে যারা ঘটছে, সে সম্পর্কে সত্য বলার চেষ্টা করা লোকদের শাস্তি দেওয়ার একটি বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ।
তিনি আরও বলেন, ‘এটি (কানাডা) সরকারের নিরাপত্তাহীনতার পরিবেশের ইঙ্গিত দেয়। আমার মনে হয়, এটি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা।’
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় রিচার্ডের অভিযোগের বিষয়ে আল জাজিরার মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ফিলিস্তিন ট্রাইব্যুনালের সমর্থক কানাডিয়ান সিনেটর ইউয়েন পাউ উ বলেছেন, তিনি আতঙ্কিত যে, কানাডায় দুই আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে’ এই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শনিবার বিকেলে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাউ বলেন, ‘আমরা জানি তারা এখানে ফিলিস্তিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে এসেছিলেন। আমরা জানি তারা ইসরায়েল কর্তৃক গাজায় সংঘটিত ভয়াবহতা নথিভুক্ত এবং প্রচারে স্পষ্টভাষী এবং ন্যায়বিচারের পক্ষে কথা বলেছে। যদি এগুলোই তাদের আটকের কারণ হয়, তাহলে এর অর্থ হলো, কানাডিয়ান সরকার ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার চাওয়ার এই কাজগুলোকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে মনে করে। আমি জানতে চাই এটি কেন?’
এস এস/
