Print Date & Time : 17 July 2025 Thursday 3:45 am

কারণ ছাড়াই বাড়ছে আরামিটের শেয়ারদর

শেয়ার বিজ ডেস্ক : কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য আবারো জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গতকাল সোমবার (১৪ জুলাই) ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

আরামিট পিএলসির গত ২৪ জুন শেয়ার দর ছিল ১৫৬.২ টাকায়। যা ১৪ জুলাই লেনদেন শেষে দাঁড়ায় ২০৮ দশমিক ২ টাকায়। অর্থাৎ ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫২ টাকা বা ৩৩ শতাংশ। এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

আরআর/