Print Date & Time : 27 August 2025 Wednesday 2:51 pm

কারণ ছাড়াই বাড়ছে সমতা লেদারের শেয়ারদর

শেয়ার বিজ ডেস্ক : কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে রবিবার (২৪ আগস্ট) ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

সমতা লেদারের গত ২৭ জুলাই শেয়ার দর ছিল ৬৮ দশমিক ৫০ টাকায়। আর ২৪ আগস্ট লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১১৩ টাকায়। এক মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৪ দশমিক ৫০ টাকা বা ৬৪ দশমিক ৯৬ শতাংশ।

এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

আরআর/