Print Date & Time : 14 September 2025 Sunday 9:40 am

কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫

শেয়ার বিজ ডেস্ক : গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত আটক করা হয়েছে ২০ জনকে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়েছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় ২৫ জনকে। ওইদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আরআর/