শেয়ার বিজ ডেস্ক : বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই পর্দায় আসছে কারাতে কিড: লিজেন্ডস। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। বহুল কাঙ্খিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্খিত সিনেমা বললেও খুব একটা ভুল হবে না।
মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’। বিশ্বের অন্যান্য দেশে এরই মধ্যে মুক্তি পাওয়া এই ছবিটিও দর্শকমহলে দারুণ সাড়া জাগিয়েছে।
বিশ্বজুড়ে কুংফু কারাতে আর জ্যাকি চ্যান ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। মার্শাল আর্ট অ্যাকশন সিনেমার সুপারস্টার জ্যাকি চ্যান আবারও পর্দায় এসেছেন ভক্তদের আকাঙ্খা পূরণে। এবারের সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’। এটি কারাতে কিড ফ্র্যাঞ্চাইজির একটি নতুন কিস্তি যেখানে জ্যাকি চ্যান মিস্টার হান এবং রাফ মাচ্চিও ড্যানিয়েল লারসোর ভূমিকায় অভিনয় করেছেন।
‘কারাতে কিড: লিজেন্ডস’ মূলত ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ সিনেমার একটি সিক্যুয়েল এবং একইসঙ্গে ‘কোবরা কাই’ টেলিভিশন সিরিজের একটি ধারাবাহিক। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ ছেলে তার মায়ের সাথে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়।
জ্যাকি চ্যান এখানে মিস্টার হানের চরিত্রে অভিনয় করছেন, যিনি লি-কে প্রশিক্ষণ দেবেন এবং তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন। এই ছবিতে জ্যাকি চ্যান তার নিজের স্টান্টগুলো নিজেই করছেন, যা ৭১ বছর বয়সেও তার ফিটনেস এবং অ্যাকশন দক্ষতা প্রমাণ করে। চলচ্চিত্রটি পুরনো কারাতে কিড ফ্র্যাঞ্চাইজির একটি নতুন দিক উন্মোচন করবে এবং পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে। দীর্ঘ বছর পর, ড্যানিয়েল লারসো এবং জনি লরেন্স আবারও মুখোমুখি হন, তবে এবার কোনো প্রতিযোগিতার জন্য নয়, একটি নতুন হুমকি মোকাবিলায়।
কোবরা কাই’র পুরনো শিষ্যদের একজন, কিম তায় সাং নামে দক্ষিণ কোরিয়ার এক মার্শাল আর্ট মাস্টার একটি অন্ধকার মার্শাল আর্ট অ্যাকাডেমি খুলেছে যা সারা বিশ্বের মার্শাল আর্টকে কর্পোরেটভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এদিকে ড্যানিয়েলের কন্যা সামান্থা এবং জনির ছেলে রবি নিজেদের মধ্যে পারিবারিক ও অতীত সংঘাত ভুলে একটি নতুন প্রজন্মের দল গঠন করে। তাদের সঙ্গে যোগ দেয় এক নতুন চরিত্র লি হান নামে এক কোরিয়ান বংশোদ্ভূত তরুণ, যে তার হারানো বাবার সন্ধানে এসেছে এবং নিজেই মার্শাল আর্টে একজন প্রতিভাবান। তাদের লক্ষ্য কিম তায় সাং-এর একাডেমিকে থামানো এবং সত্যিকারের মার্শাল আর্ট চেতনা বাঁচিয়ে রাখা।
এই ছবিতে জ্যাকি চ্যান তার ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ সিনেমার মি. হ্যান চরিত্রেই ফিরে এসেছেন। মি. হ্যান একজন সম্মানিত কুংফু মাস্টার ও লি ফং-এর গুরু, যিনি তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করতে সাহায্য করেন এবং ড্যানিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লি-কে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেন। মুক্তির পর থেকে এখনো পর্যন্ত ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ৪৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য অঞ্চলে ৪৬ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী মোট আয় হয়েছে ৯২ মিলিয়ন ডলার।

Discussion about this post