শেয়ার বিজ ডেস্ক : আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এসএসসি ভোকেশনাল স্কুল অ্যান্ড বি.এম কলেজে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। যেহেতু কারিগরি শিক্ষার বিকল্প কিছু নেই, তাই রাষ্ট্রও চায় জাতি কারিগরি দক্ষতা অর্জন করুক। যেই শিক্ষা কর্ম দক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে, সেই শিক্ষার শুরুটা যেন আমরা করে যেতে পারি।
তার মতে, কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবেন।
এ সময় জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, এই জুলাই মাসেই ছাত্র, শিক্ষক ও সাধারণ জনগণ স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। জুলাই আমাদের গর্বের মাস হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাই। আগামীতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে জনগণের স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন, এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা।

Discussion about this post