Print Date & Time : 8 September 2025 Monday 3:20 am

কুমিল্লাতেও এগিয়ে মেয়েরা, পাসের হার ৬৩.৬০ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৬টি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে। সেই সাথে জিপিএ-৫ এ মেয়েরাই এগিয়ে রয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৬টি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে। সেই সাথে জিপিএ-৫ এ মেয়েরাই এগিয়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৬৩ দশমিক ৬০। কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।

শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। কৃতকার্য হয়েছেন ১ লাখ ৬৫৮১ জন। জিপিএ ৫ পেয়েছেন ৯৯০২ জন। তার মধ্যে ছেলে ৪৪০৭ জন ও মেয়ে ৫৪৯৫ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাশের হার কমেছে। কমেছে জিপিএ-৫।