প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইকবাল হোসেন মাছুম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন। মাছুম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টায় নিজ দোকান ‘বিএম ফোম ওয়াশ’ বন্ধের সময় ইকবাল হোসেন মাছুম তার দোকানে থাকা এক মাল্টি প্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশেপাশের দোকানিরা বিষয়টি বুঝতে পেরে তাকে ধোড়করা বাজারের রেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের লোকজন এসে তাকে আবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মাছুমকে বাড়িতে নিয়ে যান স্বজনরা।