Print Date & Time : 19 July 2025 Saturday 7:51 pm

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা

প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে রাইজিং ক্রপ কেয়ার লিমিটেড নামে একটি কোম্পানির ভেজাল সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মিরপুর বাজারের মুক্তা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেশকাতুল ইসলাম এই জমিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জসিম উদ্দীন।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জসিম উদ্দীন বলেন, রাইজিং জিংক সালফেট (মনো) সারের নমুনা সংগ্রহ করে যশোর আঞ্চলিক গবেষণাগারে পাঠালে নমুনাটি ভেজাল প্রমাণ হয়।