শেয়ার বিজ ডেস্ক : কৃষকদের কৃষিঋণের মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও উইগ্রো টেকনোলজিস একসঙ্গে কাজ করবে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইবিএল ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং উইগ্রো টেকনোলজিসের কো-ফাউন্ডার ও সিইও মোঃ মাহমুদুর রহমান এতদসংক্রান্ত একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
ইবিএল হেড অব অ্যাসেট মোঃ সালেকীন ইব্রাহিম, হেড অব পেরোল ব্যাংকিং তৃষা তাকলিম; এবং উইগ্রোর চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ শাফিরসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরআর/

Discussion about this post