Print Date & Time : 14 January 2026 Wednesday 11:18 pm

কেএফসির মেন্যুতে নতুন সংযোজন বক্সমাস্টার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডকে এফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটি প্রতিবারের মতো এবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্বাদের নতুন চমক– বক্সমাস্টার! নতুন ও ভিন্ন অভিজ্ঞতা খুঁজে বেড়ানো ফুডলাভারদের জন্য এটি একটি অনন্য উদ্ভাবন, যা একসঙ্গে উপস্থাপন করে স্বাদ, টেক্সচার এবং অতুলনীয় ফ্লেভারের অসাধারণ সমন্বয়।

নতুন আইটেমটিতে তুলতুলে নরম টর্টিয়াতে মোড়ানো হয়েছে কেএফসির সিগনেচার হট এন্ড ক্রিস্পিজিঙ্গারফিলে।এর সঙ্গে রয়েছে হ্যাশব্রাউন, ফ্রেশভেজমিক্স,স্পাইসিন্যাশভিলসস ও চিজস্লাইস। প্রতিটি কামড়ে থাকবে ঝাল, ক্রিমিআরক্রাঞ্চের দুর্দান্ত মেলবন্ধন।

বক্সমাস্টার এখন পাওয়া যাচ্ছে দেশের সব আউটলেটে – ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, হোম ডেলিভারি, কেএফসি অ্যাপ এবং অনলাইন অর্ডারে: kfcbd.com/menu/box-master.