নিজস্ব প্রতিবেদক : অর্থঋণ আদালতে দায়েরকৃত খেলাপি ঋণ-সংক্রান্ত মামলার তথ্য প্রতি বছর দুবার করে জমা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে অর্থঋণ ও অন্যান্য আদালতে করা এবং নিষ্পত্তিকৃত মামলার বিস্তারিত তথ্য বছরে দুবার-৩০ জুন এবং ৩১
ডিসেম্বর ভিত্তিক-বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। এ ছাড়া
মামলা ছাড়াই মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের
তথ্যও একই সময়ে জমা দিতে হবে। এসব তথ্য হার্ডকপি এবং সফটকপি উভয় মাধ্যমেই জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পূর্বে বিভিন্ন সময় একাধিকবার একই ধরনের তথ্য সংগ্রহ করতে হতো, যা সময় ও শ্রমের অপচয় ঘটাত। এ জটিলতা দূর করতেই নতুন এ তথ্য দাখিল নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
এছাড়া ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য এখন থেকে কেবল ইডিডব্লিউ পোর্টালের মাধ্যমে জমা দিলেই
চলবে, আলাদাভাবে হার্ডকপি জমা দিতে হবে না। একইভাবে আমদানি-পরবর্তী অর্থায়নের
তথ্যও এখন কেবল ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে জমা দিলেই যথেষ্ট হবে।
পূর্বের মতো একাধিক বিভাগে নয়।

Discussion about this post