Print Date & Time : 17 July 2025 Thursday 3:58 am

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন ড. মোহাম্মদ আক্তার হোসেন

শেয়ার বিজ ডেস্ক : কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আক্তার হোসেন। আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এই দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ পেল কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. মোহাম্মদ আক্তার হোসেনকে বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তির শর্তাবলী অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে।

ড. আক্তার হোসেন একাধারে প্রথিতযশা শিক্ষক, গবেষক এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত অর্থনীতিবিদ। তার পুরো নাম আখন্দ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) (১৯৭৮) ও স্নাতকোত্তর (১৯৮০) ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে যথাক্রমে সম্মানসহ এমএ ও অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হোসেন প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ২০২০ সালে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৪ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সেখানেই নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সূচনা করেন। ড. আক্তার হোসেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে অতিথি গবেষক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।

আরআর/